বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী রয়েছে— আমরা সংবিধানে সব জাতিগোষ্ঠীকে সমান স্বীকৃতি দিতে পারিনি, মুজিববাদ নানা কায়দায় বিভাজন করে রেখেছে। বাংলাদেশ পন্থার মধ্যেই আমরা বাংলাদেশ বিনির্মান করবো।
দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো বান্দরবানে আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার রাত সাড়ে ৮টার পর জেলা শহরের সোনালী ব্যাংকে এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্যে সমস্যা রয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডারদের সুবিধা দিয়েছে, সাধারণ মানুষদের বঞ্চিত করেছে।
দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৭২ পরবর্তীতে বিভিন্ন জাতিসত্ত্বাকে স্বীকৃতি না দিয়ে বাঙ্গালি বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করবো। যারা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, এনসিপির যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির অঞ্চল তত্বাবধায়ক ও যুগ্ন মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ আরো অনেকে।
চাটগাঁ নিউজ/জেএইচ