চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ৭০টি অবৈধ যানবাহন আটক করে মামলা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। পাশাপাশি অভিযান চালিয়ে ফুটপাত দখলে থাকা হকার এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় রেলগেট (মোহরা) থেকে মেসকারঘাটা পর্যন্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ জানান, রেলগেট এলাকায় দীর্ঘদিন মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খলভাবে চলাচল করে সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি করে আসছে। জরুরি রোগীবাহী এম্বুলেন্স, সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘসময় উক্ত স্থানে যানজটে আটকে থাকতে হয়। সেই সাথে উক্ত এলাকায় সাধারণ যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়।
তিনি আরো জানান, বিষয়টি বিভিন্ন সিটিজেন ফোরাম, মিটিং ও সিম্পোজিয়ামে উঠে আসছিল। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা মোতাবেক ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ ও রুট পারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭০টি বিভিন্ন প্রকার যানবাহন আটক ও মামলা প্রদান করা হয়।
সেই সাথে কালুরঘাট রাস্তার উভয় পাশে ফুটপাথ ও রাস্তা দখল করে থাকা হকার এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়, যাতে পথচারীরা সহজেই ফুটপাথ ব্যবহার করতে পারে।
স্থানীয় এলাকাবাসী ও যাত্রী সাধারণের সুবিধার জন্য এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও উপ পুলিশ কমিশনার জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ