শ্রীলংকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ চলছেই। আজ বসুন্ধরার কিংস অ্যারেনায় শ্রীলংকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা। জোড়া গোল করে ম্যাচের জয়ের নায়ক পূজা দাস।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা টুর্নামেন্টটিতে চার দল অংশ নেওয়ায় প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হচ্ছে দুইবার করে। সে অনুযায়ী, ছয়টি ম্যাচ খেলবে প্রত্যেক দল।

আজ শনিবার নিজেদের পঞ্চম ও শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলেছে বাংলাদেশ। প্রথম রাউন্ডে তাদের ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল আফঈদা খন্দকারের দল।

প্রথম ৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ। সমান ম্যাচে এক হারে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। যদিও তাদের গোল ব্যবধান বেশি। অন্যদিকে ৫ ম্যাচের সবকয়টিতে হার নিয়ে টেবিলের তলানিতে শ্রীলংকা। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভুটান। আগামী ২১ জুলাই বাংলাদেশ ও নেপালের ম্যাচেই নির্ধারিত হবে শিরোপা কাদের হাতে উঠবে।

কিংস অ্যারেনায় আজ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচের শুরু থেকেই শ্রীলংকাকে চেপে ধরে বাংলাদেশ। তবে রক্ষণ ভেদ করা যাচ্ছিল না। অবশেষে গোলমুখ ভাঙে ম্যাচের ২৫তম মিনিটে। বক্সে জটলা তৈরি হলে সেখান থেকে দুর্দান্ত শটে গোল দেন কানন রানী বাহাদুর। একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন এই ফুটবলার।

দ্বিতীয় গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। এবার ব্যবধান দ্বিগুণ করেন পুজা দাস। গত ম্যাচে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামলেও আজ একাদশে সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও রক্ষণে ভীষণ মনোযোগী ছিল শ্রীলংকা। ৭৩তম মিনিট পর্যন্ত গোলবার অক্ষতই রেখেছিল দলটি। তবে সেই ডেডলক ভাঙে পূজা দাসের দ্বিতীয় গোলে। বক্সের বাইরে থেকে ডান পায়ের ভাসানো শটে গোল আদায় করেন তিনি। হাত লাগলেও আটকাতে পারেননি লংকান গোলকিপার থারুসিকা।

বাংলাদেশ তাদের হালি পূরণ করে নির্ধাতির ৯০ মিনিটের ৪ মিনিট আগে। ম্যাচে নিজের গোলের তৃষ্ণা মেটান তৃষ্ণা রানী। স্বপ্না রানীর দূরপাল্লার পাসে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে আলতো টোকায় বল পাঠিয়ে দেন লংকানদের জালে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাংলাদেশ কর্নার থেকে শট নিলে সেটি লাগে বক্সে থাকা এক লংকান ফুটবলারের হাতে। পেনাল্টি পায় বাংলাদেশ। সেট পিস থেকে গোল দিতে কোনো ভুল করেননি অধিনায়ক আফঈদা খন্দকার। যদিও দুইবার শট নিতে হয়েছে তাকে। হাত লাগিয়েও ঠেকাতে পারেননি থারুসিকা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top