আনোয়ারায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল এক শিক্ষার্থীর

আনোয়ারা প্রতিনিধি: সকালে পড়ার জন্য বই নিতে গিয়ে বিষধর সাপের কামড়ে আনোয়ারা উপজেলায় মুনতহা মুনছুর মাহি (১১) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভিংরোল গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাহি ভিংরোল ইয়াসিন সওদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের চাচা মো. নাইম জানান, ভোরে মাহি নামাজ পড়ে কোরআন শরিফ পড়ছিল। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ বিষধর সাপ কপালে কামড় দেয়। সঙ্গে সঙ্গে আমরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথে সে মারা যায়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top