রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের সময়ে এটাই প্রথম সভা। শনিবার (১৯ জুলাই) সাড়ে দশটা থেকে শুরু হয়ে এই সভায় দুপুর পর্যন্ত চলে।
সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, সমস্যা সমাধানের প্রথম বিষয় হলো সমস্যা যে আছে সেটা স্বীকার করে নেওয়া।
পার্বত্য চট্টগ্রামে এখনো বিভিন্ন সমস্যা বিরাজমান রয়েছে বলেই এতো পুরোনো একটি চুক্তির এখনো সবটুকু বাস্তবায়ন হয়নি। তবে এটাতো আমাদের প্রথম সভা; এই সভার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখেছি এবং ছোট খাটো বিষয়গুলোকে আমরা চেষ্ঠা করেছি চিহ্নিত করতে যেগুলোকে আমরা সহজেই বাস্তবায়ন করতে।
কি কি সমস্যার কারনে চুক্তি বাস্তবায়ন বিলম্ব হচ্ছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সমস্যা চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই আমরা সকলেই জানি অত্রাঞ্চলে কি কি সমস্যা বিরাজমান আছে। সুতরাং সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়; সে বিষয়ে আমরা সকলেই আস্থা অর্জনের চেষ্ঠা করছি।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস এর সভাপতি সন্তু লারমার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই প্রথম বৈঠকটি আন্তরিকতাপূর্ন এবং ফলপ্রসূ হয়েছে।
রাঙামাটির ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেষ্টহাউসে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সু-প্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা এবং আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সামছুল হক এ সভায় অংশগ্রহণ করেছেন বলে জানাগেছে।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন