ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ তকিরহাট বাজারে ১৯ জুলাই শনিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম। জনস্বার্থে পরিচালিত এ অভিযানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে আইন লঙ্ঘনের অভিযোগে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে ব্যবসা পরিচালনা করায় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার স্থাপনা অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করায় আরেকজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া স্থানীয় একটি ওষুধ দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া না গেলেও, সরকারিভাবে বিতরণের জন্য নির্ধারিত ওষুধ বিক্রির বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে অনিয়ম না করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে বাজারের একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ফটিকছড়ির বিভিন্ন বাজারে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন