বোয়ালখালী পৌরসভায় জ্বলছে না সড়কবাতি, দূর্ভোগে পৌরবাসী

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই, আর যেগুলো আছে, তারও বেশিরভাগ নষ্ট। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় এলাকা। এতে চুরি, ছিনতাই ও মাদক সেবনের মতো অপরাধ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন পৌরবাসী।

শুক্রবার (১৮ জুলাই) রাতে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়কেই অনেক দূর পরপর দু–চারটা লাইট জ্বলে না। তারপর আবার কিছুটা অন্ধকার। সড়কের পাশে ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোর বাতি নষ্ট থাকায় আলো জ্বলছে না। বর্তমানে সড়কগুলোতে যে পরিমাণ সড়কবাতি জ্বলছে, তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।

পৌর এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেক বলেন, বিগত ১ বছর ধরে উপজেলা হতে মুরাদ মুন্সির হাট পর্যন্ত সড়কের বাতি জ্বলতেছে না। আমি নিজে পৌরসভায় গিয়ে অভিযোগ দিয়েও কোন সুফল পাচ্ছি না।

আছহাব উদ্দিন দুলাল বলেন, পৌরসভার সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ স্থানে বসবাস করি। হেডকোয়ার্টার হতে মুরাদমুন্সির হাট পযর্ন্ত যদি ৩০টি লাইট থাকে তারমধ্যে ২৮ টি লাইট নষ্ট শুধু ২টি লাইট জ্বলে। লাইট না জ্বলার কারনে প্রতিনিয়তে আমরা দূর্ঘটনার শিকার হচ্ছি।

পৌরবাসিন্দা মো: আকবর বলেন, কালুরঘাট টোল অফিস হতে বোয়ালখালী পর্যন্ত অনেক সড়কবাতি নষ্ট। সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়।

অথচ পৌরসভা হিসেবে বাসিন্দাদের ঠিকই কর দিতে হচ্ছে। সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসে। সড়কবাতি না থাকার কারণে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে পৌরসভার উপ- সহকারি প্রকৌশলী মো: কামরুজ্জামান বলেন, মুরাদ মুন্সির হাটের লাইট গুলো আজকের সন্ধ্যার মধ্যে মেরামত করা হবে। লাইট একটা নষ্ট হলে আর একটা লাগানোর সময় দিতে হবে। বর্ষার সময় প্রতিদিন কাজ করতে পারে না। আর কালুরঘাট হতে বোয়ালখালী পযর্ন্ত সড়কবাতি গুলো মেরামত কাজ আশা করি এক সপ্তাহের মধ্যে শেষ করতে পারব।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top