উখিয়ায় সড়কে ব্যারিকেড বসিয়ে ডাকাতি, হেলপার গুলিবিদ্ধ

উখিয়া প্রতিনিধি: উখিয়ার কুতুপালংয়ের আমগাছ তলা এলাকায় চলন্ত গাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১টায় সড়কে ব্যারিকেড দিয়ে একটি মিনি পিকআপ থামিয়ে ডাকাতি করতে গেলে বাধা দেয়। পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ধুরুমখালী উত্তর আলী পাড়া এলাকার সৈয়দের পুত্র গাড়ির হেলপার জাহাঙ্গীর।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, আমরা ঘটনার পরপরই অভিযান পরিচালনা করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটে, কুতুপালং এমএসএফ হাসপাতালের দক্ষিণ পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একটি ব্রিজ এলাকায় অভিযান চালায় উখিয়া থানা পুলিশ। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মো. ইলিয়াসের পুত্র মো. আয়াস ও কুতুপালং পশ্চিম পাড়া এলাকার জালাল আহমেদের পুত্র কফিল উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি বন্দুক, কার্তুজ, ছুরি, দুটি ধামা দা ও লোহার পাইপ।

পরবর্তীতে অভিযান শেষে পুলিশ ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহীম/এমকেএন

Scroll to Top