আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, আবারও চক্রান্তকারীরা চক্রান্ত শুরু করেছে। জিয়াউর রহমান জীবনবাজি রেখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজ যদি তিনি স্বাধীনতার ঘোষণা না করতেন তাহলে এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। এত ত্যাগের পরও আমাদের বন্ধু দল সুযোগ বুঝে পল্টি নিতে চায়, তারা আমাদের প্রতিপক্ষ হতে চায়। তারা আমাদের কিছু ভাইদের সাথে আঁতাত করে দেশকে ভিন্নখাতে পরিচালনা করতে চায়। সেটা কিন্তু ভালে হবে না।
শুক্রবার (১৮ জুলাই) ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উপলক্ষে আনোয়ারা বন্দর সেন্টার এলাকায় বৈরাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বৈষম্যবিরোধী ছাত্ররা, সাধারণ জনগণ, নির্যাতিত দলগুলোর সম্মিলিত আন্দোলনে স্বৈরশাসককে বিতাড়িত করা সম্ভব হয়েছে। যদি তারা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে এদেশের আপামর জনসাধারণ তা হতে দিবে না।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সরওয়ার জামাল নিজাম বলেন, এদেশের যতকিছু উন্নয়ন করেছে তা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া করেছেন। বর্তমানে তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশেকে নিয়ে স্বপ্ন দেখছেন। আগামীর নির্বাচন খুব কঠিন হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্ত করতে হবে। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপি সরকার গঠন করবে।
এসময় বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের, নুরুল আমিন ও বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আজমির যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুন খান, বিশেষ বক্তা হিসেবে সহ-সভাপতি ডা. জি এম এনামুল হক উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনছার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহাজাহান, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাইফুল ইসলাম, শাহীন জামাল, সাবেক ইউপি চেয়ারম্যান হাসান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আবু তাহেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ