তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালালে পিঠের চামড়া থাকবে না: মীর হেলাল

আনোয়ারা প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনায়ক তারেক রহমান ও বিএনপিকে নিয়ে আর কোনো ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে এবং অপপ্রচার চালানো হলে পিঠের চামড়া থাকবে না। এদেশের মানুষ একাত্তরের মতোই বাংলার মাটি থেকে এই একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত দলকে পিটিয়ে বিদায় করবে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, কালো ব্যাচ ধারণ, মৌন মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, যারা ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই পরাজিত শক্তি এখন আবারো ২০২৫ সালে এসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সে দলের নেতারা গুপ্তভাবে স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। তারা একাত্তরে যেমন জিয়াউর রহমানের হাতে পরাস্ত হয়েছিল ঠিক তেমনি এখন দেশনায়ক তারেক রহমানের হাতে পরাস্ত হবে।

তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র হউক না কোন কাজ হবে না। আকাশের বিশালতার মতোই বিশাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আকাশ যেমন ঢাকা যায় না, তেমনি তারেক রহমানকেও ঢাকতে পারবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে এবং নির্বাচন থেকে তারেক রহমান ও বিএনপিকে দূরে রাখতে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির সাথে হাত মিলিয়ে গুপ্তভাবে এ ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় মেগা কনভেনশন চত্বরে আয়োজিত এ মৌন মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, নুরুল আনোয়ার চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, জেলা বিএনপি নেতা লোকমান হাকিম মানিক, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির ও তারেক রহমান প্রমুখ।

মৌণ মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ১৫ উপজেলা/পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি কর্ণফুলী মেগা কনভেনশান সেন্টারের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মইজ্জারটেক এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জুলাই-আগস্টে নিহত সকল শহীদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top