চন্দনাইশে বনকর্মীদের ওপর দুর্বৃত্তের হামলা, আহত ৫

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়িতে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিট কর্মকর্তা, ফরেস্ট গার্ডসহ অন্তত ৫ জনের আহত হবার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিটের পরানজুরানি এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা মোজাম্মেল হক এবং তার অনুসারীরা জড়িত বলে জানান ভুক্তভোগীরা।

আহতরা হলেন— বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ফরেস্টার ইমন বিল্লা, ফরেস্ট গার্ড আবু বক্কর সিদ্দিক, শুভ ইসলাম ও বন পাহারাদার কুতুব।

তারা জানান, ইউপি সদস্য মোজাম্মেল হক প্রায় ১৫-২০ জনের একটি দল নিয়ে ধোপাছড়ির সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুন গাছ কাটছিলেন। খবর পেয়ে ধোপাছড়ি বিটের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের উপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। পরে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে প্রেরণ করে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম. ইমরুল কায়েস জানান, এটি একটি পরিকল্পিত হামলা। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

অভিযুক্ত ইউপি সদস্য মোজাম্মেল হকের দাবি, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন, হামলার সঙ্গে তিনি জড়িত নন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। বন বিভাগের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top