চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার একটা পুকুর থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মিয়া সিকদার বাড়িতে পুকুরে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত মো: এনাম (৬৫) একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র। এ ঘটনায় এলাকাবাসী তার পুত্র মোঃ মোবারককে সন্দেহ করছে। এতে করে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য।
নিহত এনামের চাচাতো ভাই মোঃ জসিম বলেন, সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে দেখি একপাশে লুঙ্গী পড়ে আছে পুকুরের মাঝখানে ভাসছে ব্যাগ। পরে আজ বিকালে লাশ ভেসে উঠে।
তিনি আরো জানান, নিহতের ছেলে মোঃ মোবারক ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এনামকে শারীরিক নির্যাতন করে আসছে। আমার ধারণা মোবারকই তার বাবাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আজ (শুক্রবার) বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানতে পারবো।
চাটগাঁ নিউজ/জেএইচ