কাপ্তাইয়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেন।

গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং খ বিভাগে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হন।

এর আগে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top