পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন রাজমিস্ত্রি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত রাজমিস্ত্রি জহির উদ্দিনের (৩৮) মৃত্যু হয়েছে। নিহত জহির পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে।

বুধবার (১৬ জুলাই) রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৩ জুলাই ছুরিকাঘাতে আহত হন তিনি।

জানা গেছে, গত ১৩ জুলাই সকালে জহির উদ্দিন একই এলাকার সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিনের নির্মাণাধীন বাড়ির কাজে নিয়োজিত ছিলেন। কাজ শেষ হওয়ার পর বারবার পাওনা টাকা দাবির পরও তারা টাকা পরিশোধ করেননি। ওই দিন পুনরায় টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে সাহাব ও নাজিম হঠাৎ করে তার ওপর হামলা চালায়। ধারালো ছুরিতে পেটের আঘাতে জহির উদ্দিনের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানিয়েছেন, জহির উদ্দিন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই বশির আহমদ বলেন, আমার ভাই বাড়ির নির্মাণ কাজ করে পাওনা টাকা চাইতে গিয়েছিল। কিন্তু বিনিময়ে তাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ নৃশংস ঘটনার পরপরই অভিযুক্ত ওই দুজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

পুটিবিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, কাজের টাকা চাওয়া নিয়ে এমন নির্মম ঘটনার শিকার হতে হলো জহিরকে।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top