রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই যুবকের তিন মাসের কারাদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাত যখন গভীর হয়ে চারদিকে নিরবতা নেমে আসে, তখন রাঙ্গুনিয়ার বিভিন্ন স্পটে চলে রমরমা মাদক বাণিজ্য। তবে এবার এসব নিরসনে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে প্রশাসন। শুধু বাণিজ্যে জড়িত ব্যক্তিদেরই নয়, ছাড় দেয়া হচ্ছে না মাদকসেবীদেরও।

বুধবাদ গভীর রাতে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই মাদকসেবীকে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- রাউজানের রমজান আলী হাটের মৃত বাচ্চু মিয়ার ছেলে বাবুল ইসলাম (৪২) এবং বান্দরবানের আলীকদম উপজেলার বটতলি পাড়ার একরাম হোসেনের ছেলে ফয়েজ উদ্দিন (২২)।

ইউএনও মো. কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদক নির্মূলে এবং সমাজকে সুস্থ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top