গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে। উপত্যকাটিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তাদের মধ্যে ৩০ জন খাদ্য সহায়তার অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল সূত্র। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের আগে হোয়াইট হাউসে একটি বিল সই অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, গাজা নিয়ে কিছু ভালো খবর আছে, আমরা যেসব বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে কাজ করছি, তার কিছু অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top