লামায় পারিবারিক সালিশি বৈঠকে যুবক খুন, আটক ৫

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে পারিবারিক সালিশি বৈঠকে জেরে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাতে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় সন্তান। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়েছে।

তারা হলেন— চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামাল ওরফে বদ-এর তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং তার স্ত্রী হালিমা বেগম (৫০)।

স্থানীয় সূত্র ও ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, নিহত আব্দুর রহমানের বড় ভাই আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল।

বৈঠক শুরুর আগেই মিনুয়ারার তিন ভাই আব্দুর রহমানের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহে একজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে।

ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/জেএইচ

Scroll to Top