রাঙ্গুনিয়া প্রতিনিধি: “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন”- এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সোমবার (১৪ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। সভাপতিত্ব করেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াস তালুকদার। এতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কমিউনিটি ম্যাডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারীসহ অফিস স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য মাঠপর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়। তারা হলেন পারুয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ঊর্মি বড়ুয়া, পদুয়া ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা রুবি প্রভা দে, পোমরা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়নের উপসহকারী কমিউনিটি ম্যাডিকেল অফিসার আহমদ আহসান উল্লাহ, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পদুয়া এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পোমরা ইউনিয়ন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন