জমি নিয়ে বিরোধ: দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির
আটক স্বামী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চড়িহালদা এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত গৃহবধূর নাম ফেরদৌস আরা (৪০)। তিনি স্থানীয় লোকমানের স্ত্রী ও মরহুম আবু বক্করের পুত্রবধূ।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌস আরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার দেবর। এতে গুরুতর জখম হন ভাবি ফেরদৌস আরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামী লোকমানকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই পরিবারের আরও ৫ সদস্যকে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন তা চরমে পৌঁছালে এ মর্মান্তিক পরিণতি ঘটে।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন— প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয়ে ঝগড়ার মধ্যে খুনের ঘটনা ঘটেছে। দেবর ছুরিকাঘাত করেছে বলে শুনেছি। ভিকটিমের হাজবেন্ড আমাদের হেফাজতে আছে। দেবরসহ পরিবারের আরও পাঁচ সদস্য আছে, তারা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top