লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কামার দীঘির পাড়স্থ মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজ খানার এক ছাত্রকে অপহরণ করে আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক বলৎকার (ধর্ষণ) করার অভিযোগে উক্ত মাদ্রাসার হুজুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বেলাল উদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন বারবাকিয়া ইউনিয়নের শীলখালি সবুজ পাড়ার নুরুল আলমের পুত্র।
অপহরণের অভিযোগ পেয়ে আজ ১২ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ও সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার হোটেল সিটির ১০১ নং রুম হতে ভিকটিম ও হুজুর মোহাম্মদ বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, শুক্রবার ভিকটিম হেফজ খানার মসজিদে পবিত্র জুমার নামাজ পড়তে গেলে শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন অন্য আরেক শিক্ষার্থীর মাধ্যমে ভিকটিমের মা এসেছে বলে ডেকে নিয়ে সুকৌশলে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমের পিতা খবর পেয়ে লোহাগাড়া থানায় বিষয়টি অবগত করলে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
এই ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ আজিজুর রহমান বাদী হয়ে লোহাগাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।
এবিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, মাদ্রাসার এক শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে আমরা চকরিয়া উপজেলার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করি।
ভিকটিম এর নিকট থেকে জানা যায়, আসামি বেলাল হুজুর অপহরণের পূর্বে এবং পরবর্তী চকরিয়া হোটেল রেখে ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার (ধর্ষণ) করে এবং বিষয়টি কাউকে বললে হত্যা করবে বলে হুমকি দেয়। আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন আছে।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন