চাটগাঁ নিউজ ডেস্ক : দুবাই এবার থেকে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগের বিনিময়ে আজীবনের জন্য ‘গোল্ডেন ভিসা’ প্রদান করবে- এমন খবর প্রচার করে দুবাইয়ের বেসরকারি সংস্থা ‘রায়াদ গ্রুপ’। এ খবর আরব আমিরাতের প্রভাবশালী ইংরেজি দৈনিক খালিজ টাইমসে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এমনকী বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমেও গুরুত্বের সঙ্গে খবরটি প্রচার করা হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার গোল্ডেন ভিসা’র দাবি ভুয়া বলে জানিয়েছে।
জানা গেছে, দুবাইয়ের ‘রায়াদ গ্রুপ’ পর্যটকদের ভিসা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। সম্প্রতি এই সংস্থা জানিয়েছিল, তাদের মাধ্যমেই নতুন গোল্ডেন ভিসার আবেদন করা যাবে। ভিসা পাওয়ার জন্য বাংলাদেশি ও ভারতীয়রা মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে গোল্ডেন ভিসা বা আজীবন দেশটির বসবাসের সুযোগ পাবেন। পুরো বিষয়টিই মনোনয়ন নির্ভর। এতে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। কারণ আরব আমিরাতের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর এই ধরণের একটি বড় সুখবর আশা জাগিয়েছে প্রবাসীদের মনে। কিন্তু বিষয়টি সংযুক্ত আরব আমিরাত সরকারের নজরে এলে একটি বিবৃতি জারি করে এই খবর ভুয়া বলে ঘোষণা করে।
সে দেশের ‘আইসিপি’র (দ্য ফেডেরাল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজ়েনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি) পক্ষে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘গোল্ডেন ভিসা’র জন্য একমাত্র দুবাই সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তাদের পক্ষে কোনও বেসরকারি সংস্থাকে ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়নি। একই সঙ্গে জানানো হয়েছে, ‘রায়াদ গ্রুপ’-এর বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর জন্য, ইউএই সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে যোগাযোগ করা হলে দায়িত্বরত এক কর্মকর্তা চাটগাঁ নিউজকে জানান, আজীবনের জন্য ‘গোল্ডেন ভিসা’ প্রদান সংক্রান্ত রায়াদ গ্রুপের প্রচারণা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। আমিরাত সরকার এ ধরণের কোনো ঘোষণা বা সিদ্ধান্ত দেয়নি। এ বিষয়ে যেন কেউ কোনো ধরণের পদক্ষেপ গ্রহণ না করেন তার জন্য সতর্ক করা হচ্ছে।
এদিকে, চাপে পড়ে তাদের ভুল স্বীকার করে নিয়েছে ‘রায়াদ গ্রুপ’। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, তারা এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘‘আমাদের সংস্থার শীর্ষকর্তার বক্তব্যের মাধ্যমে জনগণের মধ্যে ভুল তথ্য ছড়িয়েছে। তার দায় একান্তই আমাদের। ভবিষ্যতে আমরা সতর্ক থাকব।’’
একই সঙ্গে ওই সংস্থা দাবি করেছে, দুবাইয়ের ভিসা দেওয়ার পদ্ধতি বা নিয়মাবলীর ক্ষেত্রে তাদের কোনও প্রভাব নেই। বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ার জন্য এবার থেকে দুবাইয়ের ভিসা সংক্রান্ত পরামর্শ পরিষেবা থেকে আমরা সরে আসছি।’’
দুবাইয়ের গোল্ডেন ভিসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সে দেশের সরকার অনুমোদিত পর্যটন সংস্থা সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা শুরু করেছে।
উল্লেখ্য, গোল্ডেন ভিসা কে পাবে, তা একমাত্র সে দেশের সরকারই চূড়ান্ত করবে। সূত্রের দাবি, দুবাইয়ের ভিসার জন্য প্রতি দিন নিত্যনতুন দাবি চোখে পড়ে। সেই ফাঁদে পা দিয়ে বহু মানুষ প্রতারণার স্বাকীর হয়েছেন। ইউএই সরকারের পক্ষে থেকে জানানো হয়েছে, ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য সরকারি ওয়েবসাইটই শেষ ভরসা।
চাটগাঁ নিউজ/এসএ