আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন আর নেই

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক জিএস এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে মরহুম মামুনুর রশিদ মামুনের ছোট ভাই সাবেক কাউন্সিলর মোরশেদ আলম চাটগাঁ নিউজকে বলেন, বাদে আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি বলেন, আমরা ছয় ভাইবোনের মধ্যে মামুনুর রশিদ মামুন সবার বড়। দীর্ঘদিন তিনি কিডনি রোগে ভুগছিলেন। হায়দ্রাবাদে চিকিৎসা করাতে গেলে তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে বলে জানান চিকিৎসকরা। কিছুদিন আগে হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসেও তিনি চিকিৎসা করান। তারপর সেখান থেকে দেশে চলে আসেন। এরপর তিনি দেশেই কিডনি ডায়ালেসিস গ্রহণ করতেন।

মামুনুর রশিদ মামুনের দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে একজন চিকিৎসক। মেজ মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান মোরশেদ আলম।

এদিকে, মহানগর আওয়ামী লীগের এই নেতার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

চাটগাঁ নিউজ/ইউডি/এমকেএন/এসএ

Scroll to Top