চুয়েটে ছাত্রদল কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার খবরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে সমাবেশ ও মিছিল করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির নামে সহিংসতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্যসহ নানা অনিয়ম হয়েছে। চুয়েটে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ও রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অপরাধের সংস্কৃতি আর ফিরে আসতে পারবে না।

২০২৩ সালের ৭ আগস্ট শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুয়েটে রাজনীতি নিষিদ্ধ করে। ক্যাম্পাসে কোনও রাজনীতি চলবে না। ছাত্রদলের কমিটি বাতিল করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৯ সদস্যের একটি কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কমিটির সভাপতি তড়িৎকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী। অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহসভাপতি চন্দন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন এবং প্রচার সম্পাদক আহমেদ ইনতিসার।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, সেই খসড়া কমিটি স্থগিত করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top