চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে গ্রেফতার করে দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে দুটোর সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এ দণ্ড দেন।
প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় ফাঁসিয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আব্দুর শুক্কুরকে ২ মাসের এবং আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় জড়িত দুজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ড দেয়া হয়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন