বায়েজিদে স্ত্রীকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পালালেন স্বামী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় ফাতেমা আক্তার নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করে পালিয়েছেন স্বামী। এসময় ওই গৃহবধূর মরদেহ টুকরো টুকরো করে ফেলে যান ঘাতক স্বামী সুমন।

বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমাকে প্রথমে জবাই করা হয়। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের পর থেকে সুমনের কোনো খোঁজ মিলছে না। সুমন পেশায় গাড়িচালক।

ওসি কামরুজ্জামান জানান, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরোজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামী সুমনকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top