চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের টেরিবাজার এলাকায় বিনা দেব (৪৫) নামে এক মহিলার কাছ থেকে গলার চেইন ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি ধারালো ছুরি ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে নগরের কোতোয়ালি থানার টেরিবাজার মায়াবীর গলি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গ্রেফতার ৩ জন হলেন- আবুল হোসেন প্র: সজিব প্র: রফিক (৩৫) বরগুনা, মো. সাদ্দাম হোসেন (৩০) লক্ষ্মীপুর ও মো. সাদ্দাম হোসেন (৩০) চট্টগ্রাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক নারী গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। তখন দুজন ব্যক্তি এসে তাঁকে তাড়া করেন। ওই সময় তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পড়ে গেলে গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কোতোয়ালী থানার আশপাশের এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দুই ছিনতাইকারীকে আটক করে তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে আমরা আলাদা টিমে ভাগ হয়ে অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী এলাকার ভেতর থেকেই দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছে।’
চাটগাঁ নিউজ/এসএ