হেফাজত আমিরের সাথে ফিলিস্তিন দূতাবাসের সৌজন্য সাক্ষাৎ

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৭ জুলাই) সকালে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান হেফাজত ও মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থানের জন্য হেফাজতের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছি। তিনি বাংলাদেশের সরকার, জনগণ এবং ইসলামপন্থীদের দীর্ঘদিনের ফিলিস্তিন-সমর্থনের কথা উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও আল্লামা হারুন আজিজী নদভী। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও ফিলিস্তিনের পক্ষে হেফাজতের ভূমিকা আরও জোরদার হবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top