বোয়ালখালীতে যুবলীগ কর্মী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান মিরাজ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম শাকপুরা আঞ্জুমার টেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরাজ শাকপুরা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরা নছুর উল্লাহর বাপের বাড়ির বাসিন্দা। তিনি শাকপুরা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় মিরাজ আসামি। তাকে রবিবার (৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top