৩ বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামসহ দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার (৫ জুলাই) প্রতিষ্ঠানটির পরিচালক (পূর্বাভাস) ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

আরও বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top