ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেল অবশেষে ফিরছেন, তবে জীবিত নয় একটি কফিনে বন্দী হয়ে। সৌদি আরবে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
২০২৪ সালে পরিবারের অভাব ঘোচাতে ও স্বপ্ন পূরণের আশায় সৌদি পাড়ি জমান রুবেল। তবে প্রবাস জীবন হয় নিদারুণ কষ্টের। ক্ষুধার্ত অবস্থায় দোকান থেকে মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়াকে কেন্দ্র করে শুরু হয় নির্যাতন। মারধরে গুরুতর আহত রুবেল চিকিৎসাধীন অবস্থায় মদিনার একটি হাসপাতালে ১৭ জুলাই ২০২৪ মারা যান। এরপর শুরু হয় দীর্ঘ এক বছরের আইনি লড়াই। অবশেষে সেই লড়াইয়ের ইতি টেনে দেশে ফিরছে রুবেলের নিথর দেহ।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার সোহেল জানান, রুবেল ছিল নম্র, ভদ্র ও পরিশ্রমী। পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করল সে। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। রুবেল তার কফিল (মালিকের) নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। দীর্ঘ এক বছর পর রুবেলের লাশ বাড়ীতে নিয়ে আসা হচ্ছে। রাতে তাকে দাফন করা হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন