চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৫ জন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘হানি পরিবহন’ নামে লোকাল একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিল। বাসটি গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। যেখানে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে চিরিংগা হাইওয়ে পুলিশ, চকরিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কর্মীরা।
রাত আড়াইটার দিকে একটি ক্রেনের সাহায্যে বাসটি খাদ থেকে উদ্ধার করা হয়। এ সময় দেখা যায়, এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে আছে, আর অন্যজন বাসের নিচে চাপা পড়ে ছিলেন।
চিরিংগা হাইওয়ে পুলিশের ওসি মো. আরিফুল আমিন জানান, দুইজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং বাসটিও থানায় আনা হয়েছে। আহতদের স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেছেন। এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা দাবি করছেন, চালকের দ্রুতগতি ও আবহাওয়াজনিত কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে।
চাটগাঁ নিউজ/জেএইচ