হাটহাজারী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ সীতাকুণ্ড থেকে উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারী থেকে নিখোঁজের ৪ দিন পর সীতাকুণ্ড থেকে আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবুল হোসেন হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত নজুমিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টর সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ফুলতলা এলাকা পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন আবুল হোসেন গত চারদিন আগে নিখোঁজ হন। এরপর থেকে আত্নীয় স্বজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে হাটহাজারী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

ফুলতলা ত্রিপুরা পাড়ার অধিবাসী কাঞ্চন ত্রিপুরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার সময় সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা এলাকার পাহাড়ের গভীর অরণ্যে কৃষকরা খালে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে বিকালে স্থানীয় কৃষকদের সহযোগিতায় ত্রিপুরা পাড়া থেকে প্রায় তিন কিলোমিটার গভীর অরণ্যে পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করে।

সীতাকুন্ড মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, পাহাড়ের গভীর অরণ্য থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন

Scroll to Top