রাউজান প্রতিনিধি: রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের গৃহনির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
গত বুধবার বিকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অগ্নিদূর্গত এলাকায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে একটি প্রতিনিধি দল অগ্নিদূর্গত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এইসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দিন, সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রেস সচিব খোরশেদুল আলম, স্থানীয় সমাজ হিতৈষী আবদুল মাবুদ মেম্বার, প্রবাসী ঐক্য পরিষদের নেতা মো. বাদশা, স্থানীয় বিএনপির নেতা মো. ফোরকান, নুরুল আবছার, মো. সোলেমান, সৈয়দ আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাকির।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবদুর রহিম, জামাল উদ্দিন চৌধুরী, মো. হায়দার, মো. বেলাল, সৈয়দ মো. শাহিন, মো. বাদশা, মো. মারুফ, মো. তৈয়ব, যুবদল নেতা মো. তৈয়বসহ আরো অনেকেই।
উল্লেখ্য, গত ২২ জুন দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গৃহহীন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সংবাদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বিএনপির নেতারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নানাভাবে সহায়তা প্রদান করেন। সর্বশেষ গত বুধবার গৃহনির্মাণে নগদ অর্থ প্রদান করা হয়। সেই সাথে তার নির্দেশে দলীয় নেতাকর্মীরও ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দেন।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন