সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফল উৎসব

সীতাকুণ্ড প্রতিনিধি: নানান স্বাদের রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত হয় ফল উৎসব।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়৷

উৎসবে আম, জাম, কাঁঠাল, লটকন, লিচু, আনারস, পেয়ারাসহ প্রায় ১৫ ধরনের দেশিয় ফলের সমারোহ ঘটে।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা কমল কদর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর তাওহিদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, জামায়াত সেক্রেটারি মোঃ তাহের, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক কমিশনার শামসুল আলম আজাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ সলু, জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন প্রমূখ। জুলাই যুদ্ধাদের স্বরণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যাক্ষ মাওলানা নুরুল কবীর।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মান্নান, চট্টগ্রাম জেলা ছাত্র সমন্বয় মোহাম্মদ ওয়াহিদ, ইমরান হোসেন, ছাত্র দলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন রিফাতসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এসময়ে প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন খুবই প্রশংসার দাবীদার।

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন

Scroll to Top