বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক সুধাংশু শেখার হালদার এর নেতৃত্বে এসআই জামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভা ০৭নং ওয়ার্ড সংলগ্ন বাঁশখালী থানার মূল গেইটের সামনে থেকে আসামিকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ভুরুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড মৃত আহদুল্লার পুত্র শেখ সাইফুর রহমান।
এই বিষয়ে বাঁশখালী থানা ওসি তদন্ত সুদাশু শেখর হালদার মুঠোফোন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শেখ সাইফুর রহমান নামে একজনের দেহ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা ও একটা মোটরসাইকেল জব্দ করা হয়। বর্তমানে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন