চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় সমুদ্র মোহনায় মিলিত হওয়া একটি ছড়া খালের পানিতে ভাসতে থাকা কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে কিশোরের মরদেহটি ভাসতে দেখে কয়েকজন জেলে স্থানীয় জনপ্রতিনিধিকে জানায়।
এর পর দুপুর বারোটার দিকে থানার একদল পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পুলিশ হেফাজতে নেয়। পরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাইরাখালী এলাকার ওপর দিয়ে বহমান ফাঁসিয়াখালীর ছড়ার ভরারচর পয়েন্টে ওই কিশোরের মরদেহটি ভাসছিল।
উদ্ধার হওয়া মরদেহটি মো. ইসমাইলের (১৬)। সে পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাইছড়ির বুড়ির দোকান এলাকার মো. বেলাল উদ্দিনের ছেলে। তবে সে মানসিকভাবে বিকারগ্রস্ত বলেও অনেকে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন- বৃহস্পতিবার সকালেও ওই কিশোর স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল। এর কিছুক্ষণ পর তার লাশ ছড়া খালে ভাসছিল বলে কয়েকজন জেলের কাছ থেকে খবর পান। তখনই বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মোহাম্মদ মহিউদ্দিনকে জানালে থানা পুলিশকে অবহিত করেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান- খবর পেয়ে ছড়া খাল থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। সঠিক কী কারণে ছেলেটা মারা গেছে সেই তথ্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন