চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি পোলট্রি ফার্মে প্রায় ৫ শতাধিক সোনালী মুরগির মৃত্যু হয়েছে।
বুধবার (২ জুলাই) রাতের কোন এক সময়ে কাঞ্চননগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আব্দুর রহিম মনা দীর্ঘ ১২ বছর ধরে পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তার খামারে প্রায় ৫ শতাধিক মুরগির মৃত্যু হয়েছে। তবে কি কারণে এ মুরগিগুলোর মৃত্যু হয়েছে তা ধারণা করা যাচ্ছে না।
খামারি আব্দুর রহিম মনা জানান, আমি রাত ১১টার দিকে খাবার দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। মুরগিগুলো নাজিরহাট বাজারে এক বিক্রেতার কাছে বিক্রিও করে দিয়েছে। সকালে সেই ব্যবসায়ীর মুরগিগুলো নিয়ে যাওয়ার কথা। সকালে উঠে দেখি আমার খামারে প্রায় ৫ শতাধিক মুরগি মারা গেছে। কি কারণে মুরগিগুলো মারা গেছে বুঝতে পারছি না। আমার প্রায় অনেকগুলো টাকা ক্ষতি হয়ে গেছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমার ক্ষতিপূরণও দাবি করছি।
চাটগাঁ নিউজ/এমকেএন