চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারীতে একটি পুকুর থেকে নাম পরিচয়বিহীন আনুমানিক ত্রিশ বত্রিশ বছর বয়সী এক মহিলার মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী কৃষি ফার্ম রোডে দক্ষিণ পাশে পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক মহিলার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি আনুমানিক ত্রিশ বত্রিশ বছর বয়সী নারীর। পরে পুলিশ মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন করে মরদেহটি থানায় নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাজমুল হাসান বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ প্রতিবেদককে মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখনো উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন