চাটগাঁ নিউজ ডেস্ক: রাউজানে একটি ফিজিওথেরাপি ক্লিনিকে অভিজিৎ সেন রাজিব পিটি নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা এই অভিযানের নেতৃত্ব দেন।
আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাউজানের জলিলনগরে আমানত খান মার্কেটের দোতলায় রাউজান ফিজিওথেরাপি ক্লিনিকে অভিযান চালানো হয়।
অভিযানে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান, মেডিকেল কর্মকর্তা শান্তনু পালিত ও তৃষি চৌধুরী, রাউজান থানা-পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, অভিযুক্ত অভিজিৎ বিএমডিসি সনদ ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর ২৯(২) ধারা অনুযায়ী ভুয়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দায়ে তাঁকে শাস্তিস্বরূপ এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন