আন্তর্জাতিক ডেস্ক : ইরানে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা স্থগিত রাখার আইন কার্যকর হয়েছে। এর ফলে জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগটি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল দেশটি।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টে আইনটি পাস হয়েছিল।
ইরানে নতুন যে আইন কার্যকর হয়েছে তাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ-এর ভবিষ্যত যে কোনো পরিদর্শনে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন লাগবে।
এদিকে, ইরানে নতুন আইন কার্যকরের বিষয়ে আইএইএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা এই খবর পেয়েছি। ইরানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছে আইএইএ।’
গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে আইএইএ-র সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দিয়ে আসছিল ইরান। জাতিসংঘের এ সংস্থাটির বিরুদ্ধে পশ্চিমাদের প্রতি পক্ষপাত এবং ইসরায়েলি আকাশ হামলাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ এনেছে তারা।
গত মাসে আইএইএ-র শীর্ষ পর্যায়ের এক বৈঠকে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়েছিল। তার পরদিনই ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় তুমুল হামলা চালায় ইসরায়েল। এরপর ইরান-ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ১২ দিন পর এ সংঘাতের অবসান ঘটে।
চাটগাঁ নিউজ/জেএইচ