মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজ। এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। কলম্বোতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে।

এর আগে লঙ্কানদের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। শেষ টেস্টে পরাজয় হয়েছে ইনিংস ব্যবধানে। ৫০ ওভারের ম্যাচে কী টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে?

এদিকে প্রথম ওয়ানডে শুরুর ঠিক আগ মুহূর্তে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। লেগ স্পিনার রিশাদ হোসেন জ্বরে আক্রান্ত। রিশাদকে খেলাতে না পারলে তার জায়গায় একাদশে জায়গা পেতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

ওয়ানডেতে বাংলাদেশের শক্তি-সামর্থ্য নিয়ে সংশয় নেই লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কার। তিনি মনে করছেন, টেস্টে হারলেও ওয়ানডেতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ।

সংবাদ সম্মেলনে আসালঙ্কা বলেন, ‘প্রতিটি দলই আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, আর বাংলাদেশ একটি কঠিন প্রতিপক্ষ। কারণ তারা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছে। এমনকি আমাদের সঙ্গে শেষ সিরিজেও তারা জিতেছিল। তাই এই সিরিজ, বিশেষ করে ঘরের মাঠে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে শ্রীলঙ্কার কড়া দৃষ্টি থাকবে মোস্তাফিজুর রহমানের ওপর। আসালঙ্কাদের চোখে মোস্তাফিজ ভয়ংকর বোলার।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ দুই ওয়ানডে হবে ৫ ও ৮ জুলাই।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

 

Scroll to Top