বিচারের দাবীতে সোনাইছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি: বিনা ভোটের অবৈধ চেয়ারম্যান, মেম্বারদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইউপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বার আউলিয়ার মাজার এলাকায় এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। তিনি বলেন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের অবৈধ রাতের ভোটের চেয়ারম্যান মনির আহমেদ এবং সকল অবৈধ মেম্বাররা ১৬ বছরে কোটি টাকার দুর্নীতি করেছে। তাদের নেত্রী পালিয়ে গেলেও তারা আবারো পরিষদে আসার চেষ্টা করছে। অবৈধ সরকারের অবৈধ কোন চেয়ারম্যান, মেম্বারকে আমরা পরিষদে আসতে দেবো না।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদৌলার সভাপতিত্বে এবং মমতাজ উদ্দিন আহমেদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গিয়াস মাহমুদ চৌধুরী, সাবেক আহ্বায়ক সায়েদ আহমেদ, সদস্য সচিব রবিউল হক, জাসাস সভাপতি সৈয়দ নাসিম উদ্দিন, যুবদল সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেব নেতা নুরুদ্দিন, কৃষক দল নেতা নুরুউল্লাহ, ছাত্রদল নেতা সাব্বির জাহান সনি, যুব বিষয়ক সম্পাদক আলমগীর মঞ্জু, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু, হাজী মোহাম্মদ ইদ্রিসসহ উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ।

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন

Scroll to Top