চট্টগ্রামের সাবেক ডিআইজি নূরে আলম মিনাসহ বরখাস্ত ৩ পুলিশ কর্মকর্তা

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকা তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। যেখানে রয়েছেন চট্টগ্রামের সাবেক ডিআইজি নূরে আলম মিনা।

মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে বরখাস্তের এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) ও বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে কর্মরত নূরে আলম মিনা গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মানস কুমার পোদ্দার গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে নেই বলে জানানো হয় আরেক প্রজ্ঞাপনে।

তৃতীয় প্রজ্ঞাপনে গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে অনুপস্থিত থাকার দায়ে বরখাস্তের কথা জানানো হয়। তিনি ১০ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুসারে তারা যেদিন থেকে অনুপস্থিত, সেই তারিখ থেকেই সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হিসেবে বিবেচিত হবেন। বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top