টাকার মালা গলায় ঝুুলিয়ে মিছিল, পদ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

নিজস্ব প্রতিবেদক: গলায় টাকার মালা ঝুলিয়ে আনন্দ মিছিল করা উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেলের দলীয় পদটি স্থগিত করেছে নগর স্বেচ্ছাসেবক দল। গত ২৯ জুন তাকে দল থেকে শোকজ নোটিশ পাঠানো হয়। দুইদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেয় নগর স্বেচ্ছাসেবক দল।

আজ মঙ্গলবার (১ জুলাই) নির্ধারিত সময়ের শেষ দিনে মো. রাসেল নোটিশের জবাব জমা দিলে দলের পক্ষ থেকে তা ‘সন্তোষজনক’ না হওয়ায় তার দলীয় পদ স্থগিতকরণ করা হয়।

এ ব্যাপারে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত জবাব স্বশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় দলীয় পদ স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেন। একইসঙ্গে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানার পূর্ণাঙ্গ ও ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটিও অনুমোদন করা হয়।

একই অনুমোদনে আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পান মো. রাসেল। এ উপলক্ষে পরদিন শুক্রবার নগরের আকবরশাহ থানার উত্তর পাহাড়তলীর হারবাতলীতে আনন্দ মিছিল করা হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাসেল নিজেও তাঁর ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাসেলকে ঘিরে ১৫ থেকে ২০ জন ব্যক্তি শ্লোগান দিচ্ছেন। এরই মধ্যে একজন ৫০০ টাকার কয়েকটি নোট গেঁথে তৈরি করা একটি মালা রাসেলকে পরিয়ে দেন। এরপর মালাটি পড়ে আনন্দ মিছিল করেন রাসেল। এ ঘটনায় গত রবিবার নগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top