ট্রলারের ধাক্কায় সাঁকো ভেঙ্গে দুর্ভোগে ৩০ হাজার মানুষ 
বাঁশখালীর ছনুয়া খাল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো ভেঙে পড়ায় চরম দুর্ভোগে রয়েছে বাঁশখালী-পেকুয়ার প্রায় ৩০ হাজার মানুষ। এই দুই উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল ছনুয়া খালের বাঁশের এই সাঁকোটি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ছনুয়া খাল পারাপারে দুর্ভোগ লাঘবের জন্য ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ‘ছনুয়া উন্নয়ন পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন এই বাঁশের সাঁকোটি নির্মাণ করে। গত ২৯ জুন ভোরে বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন ও কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সংযোগকারী এই সাঁকোটি লবণবোঝাই ২টি ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ে।

ছনুয়া উন্নয়ন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন জানান— সাঁকোটি নির্মাণে প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছিল। এর মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদ ২ লাখ টাকা সহায়তা দেয় এবং বাকি টাকা সংগঠনের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হয়।

তিনি আরো বলেন, সাঁকোটি নির্মাণের ফলে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসার হাজারো শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হয়েছিল।

রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিত্য যাতায়াতের মাধ্যম ছিল এই সাঁকোটি। এখন আমাদের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই স্থানে একটা স্থায়ী পাকা সেতু হলে এলাকার সবার চলাচলে দুর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, এখন বড় উদ্যোগ গ্রহণের মতো বরাদ্দ উপজেলা পরিষদের নেই। তবে সাঁকোটি সংস্কারের জন্য আমি জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করেছি। বরাদ্দ পাওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিব।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top