সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া যুবতীর লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ভাইয়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে সাইমা আকতার (২৩) নামে এক যুবতী।

সোমবার (৩০ জুন) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে জোড়আমতল এলাকার ছড়ারকুল গ্রামের লালু বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। সাইমা আকতার ওই গ্রামের জানে আলমের কন্যা। পুলিশ ঘটনাস্থ থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ভাইয়ের সাথে মোবাইল নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে গলায় উড়না পেঁছিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে ডাকতে গিয়ে রুমের দরজা ভেঙ্গে দেখে সাইমা আকতার ঝুলে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ আশরাফ বলেন, জোড়আমতল এলাকা থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন

Scroll to Top