রাঙ্গুনিয়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “রাঙ্গুনিয়ায় দুটি প্রধান সমস্যা এখন বিরাজমান। একটি হল মাদক এবং অন্যটি হল বালি। এই দুই সমস্যা বন্ধ করা হবে। আপনারা জানেন বাংলাদেশ বর্তমানে নির্বাচনমুখী হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাঙ্গুনিয়ায় এখনো অনেক কাজ বাকী আছে। সামাজিক যতগুলো যোগাযোগ দরকার ছিলো, তা আমরা এখন অগ্রাধিকার ভিত্তিতে দেখছি।
সোমবার (৩০ জুন) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সৌদি আরবের দাম্মাম শাখা বিএনপির সভাপতি বখতিয়ার উদ্দিনের উদ্যোগে সালাহ উদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ফাতিহা কর্মসূচীতে যোগ দিতে এসে তিনি এই মতবিনিময় করেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যতদূর জানা আছে, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের রাজনীতি শুধু নির্বাচনের জন্য নয়, এটি এলাকাবাসীর উন্নয়নের জন্য, সাধারণ মানুষের জন্য। নির্বাচনে কি হবে না হবে তা ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচারণার সময় দেখা যাবে। বর্তমানে আমাদের রাঙ্গুনিয়ায় কোথায় কোথায় সমস্যা আছে, সেগুলো দেখাই এখন আমাদের কাজ।
তিনি আরও বলেন, আজকে মরিয়মনগরে আসার উদ্দেশ্য একটাই—আপনারা জানেন প্রবাসে থাকেন আমাদের বখতিয়ার সাহেব। তিনি দেশে আসলে দলের ছেলেপেলেদের সহযোগিতা করেন। আমি তাকে ওয়াদা করেছিলাম, পরেরবার তিনি দেশে এলে তার বাড়িতে আসব। আজ সে উদ্দেশ্যেই এসেছি। আলহামদুলিল্লাহ, মরিয়ম নগরের যারা আমার বাবার প্রতি দুর্বলতা রাখেন, তারা সবাই আজ দেখা করতে এসেছেন। আমি আশা করি এই সম্পর্কটা অন্তত ধরে রাখতে পারব।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন