পটিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শান্ত নন্দী (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির পাশের ধরপাড়া পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত নন্দী রংপুর জেলার সনজয় নন্দীর ছেলে। পরিবারসহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার তাহের কলোনিতে বসবাস করে আসছিল। চার দিন আগে সে হাইদগাঁওতে মামার বাড়িতে বেড়াতে আসে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুর ১টার দিকে শান্ত তার মামাতো ভাইসহ কয়েকজনের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই বাড়িতে ফিরে গেলেও শান্ত আর ফিরে না আসায় তার খোঁজ শুরু হয়। একপর্যায়ে পুকুরের পানির নিচে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top