নিজস্ব প্রতিবেদক: টাকার মালা গলায় দিয়ে আনন্দ মিছিল করা ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রাসেলকে শোকজ নোটিশ পাঠিয়েছে সদ্য গঠিত মহানগর স্বেচ্ছাসেবক দল।
আজ রবিবার (২৯ জুন) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সন্ধ্যায় এ নোটিশ পাঠানো হয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নির্দেশনায় প্রেরিত নোটিশে মো. রাসেলকে ৪৮ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতেও বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়— বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আকবর শাহ থানাধীন ৯নং ওয়ার্ডের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এ মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব বরাবরে একটি লিখিত ব্যাখ্যা জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হল।
প্রসঙ্গত, গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানার পূর্ণাঙ্গ ও ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটিও অনুমোদন করা হয়।
ওই ঘোষণায় আকবর শাহ থানাধীন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মো. রাসেল। পরদিন শুক্রবার টাকার মালা গলায় দিয়ে কয়েকজন অনুসারী নিয়ে আকবরশাহ থানার হারবাতলী এলাকায় আনন্দ মিছিল করেন তিনি।
ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। রাসেল নিজেও তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন।
পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছিলেন। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ রাসেলকে আজ সন্ধ্যায় শোকজ নোটিশ পাঠিয়েছে নগর স্বেচ্ছাসেবক দল।
চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ