আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় তিনজনের সাজা, বহিষ্কার ৫৮

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার সময় অসদুপায় অবলম্বন করায় ৫৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার সময় কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখা ও নকল করার অপরাধে ৫৮ জনকে বহিষ্কার করে বাংলাদেশ বার কাউন্সিল।

এ ছাড়াও মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুজন পরীক্ষার্থীকে ১ মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।

এর আগে ২৫ এপ্রিল তিন ধাপের পরীক্ষার প্রথমে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৪০ হাজারের মতো পরীক্ষার্থী অংশ নেয়। রাতেই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ১৩ হাজার ২৫৮ জন অংশগ্রহণকারী। উত্তীর্ণরা শনিবার দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর শেষ ধাপে তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে পারবেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top